২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের এক অনন্য নাম হলো এই পগবা।২০১৮ ফ্রান্সের একমাত্র আশার প্রতীক ছিল এই ফুটবলার তারকা।ফ্রান্সের একটি সংবাদমাধ্যম এমনটিই জানিয়েছে।ফ্রেঞ্চ ফুটবল আসোসিয়েশন্স এবং পগবা তেমন কিছুই প্রকাশ করেনি তাদের সাইটে।তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইসলাম বিদ্বেষীমূলক মনোভাবের কারণে হয়ত পগবা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এর শুরু হয়েছে ফ্রান্সের একজন শিক্ষক স্যামুয়েল প্যাটার কে নিয়ে যিনি ইসলাম ধর্মের নবী মুহাম্মদ কে ব্যাঙ্গাত্নক কার্টুন নিয়ে যার কারণে একজন ছাত্র তার শিরঃচ্ছেদ করে।তারপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জাতীয়ভাবে নবী মুহাম্মদ(সা) এর ব্যাঙ্গাত্নক কার্টুন তৈরি করে সমালোচনার জন্ম দেয়।যার কারণে মুসলিমবিশ্ব থেকে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক হয়ে যায়।যার কারণে বিশ্বসেরা এই ফুটবলার এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।২০১৩ সালে ২০ বছর বয়সে ফ্রান্সের জাতীয় দলে অভিসেখ হয় পগবার।জাতীয় দলের হয়ে ৭২ ম্যাচে ১০ গোল করেছেন এই ফুটবলার।এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল লীগের হয়ে কয়েক বছর  খেলছেন ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।   

Post a Comment

Previous Post Next Post