পাকিস্তানের একটি ধর্মীয় স্কুলে আসমকা বোমা বিস্ফোরিত হয়।মাদ্রাসার কর্মকর্তারা জানিয়েছেন, একটি স্থানে বিস্ফোরক লাগানো ছিল।আর সেটি বিস্ফোরিত হওয়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটে। মিডিয়ায় নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশের কর্মকর্তা বলেন,প্লাস্টিকের বাগে মোড়ানো বিস্ফোরক নিয়ে কিছু কতিপয় অজানা লোক বিস্ফোরক একটি স্থানে লুকিয়ে রাখেন আর সেখান থেকেই বিস্ফোরণ সংগঠিত হয়।আর এই বিস্ফোরণে ৭জন নিহত হয়।নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও আছে।আহত হয়েছে প্রায় ৫০জনের মত। আশেপাশের একটি হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছেন বোমা বিস্ফোরণে ৭জন মারা গেছেন আর আহত হয়েছেন প্রায় ৫০জনের মত।এমনটি জানিয়েছে এএফপি,রয়টার্স সহ কয়েকটি সংবাদমাধ্যম।



Post a Comment